নুর আলমঃ সকলের ঈদ হোক আনন্দময় ১৪নং ওয়ার্ড টাইগার পাস রেলওয়ে কলোনি ঘুরাইন্না গেট মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা হত পরিবার বহুমুখী কল্যাণ সমিতি ও কমিটির আয়োজনে ঈদ বিক্রয় উৎসব ২০১৮ ইং। জৈনিক দোকানদার বলেন সল্প মুল্যের যে কোন নিত্য নতুন প্রয়োজনীয় ও ঈদের কেনাকাটার জন্য স্বপরিবারে আশার সুযোগ করে দিয়েছি ঈদ বিক্রয় উৎসবে।দোকানদার আরো বলেন সেরা সব কালেকশনের, নিত্য নতুন সব ডিজাইনের পাওয়া যাচ্ছে ,শাড়ি, থ্রি পিছ,লেহেঙা,বোরখা,ও জুতা এবং কসমেটিক সহ বাচ্চাদের সব নতুন নতুন ডিজাইনের পোশাক এবং পুরুষদের শার্ট,টি-শার্ট , জিন্স প্যান্ট, পাঞ্জাবী, ফতুয়া সহ মনের মত নানান কাপড় সামগ্রী ।এছাড়া পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার সহ ফ্রুট আইটেম।জৈনিক দোকানদার জানান সাধারন গ্রাহকদের কথা চিন্তা করে আমরা সল্প মূল্যে যেকোন নিত্য সামগ্রী বিক্রি করে থাকি,কারণ হিসেবে তিনি জানান সকলের ঈদ হোক আনন্দময়, পরিচালনায় মোঃ শাহিন খান চৌধুরী। প্রয়োজনে= ০১৭৪৯-৪৪৯৯১৭
Discussion about this post