বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১০২৫ পিস ইয়াবাসহ মোঃ সোহেল (২৬) ও রাজিয়া সুলতানা (২৬) নামে ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, বুধবার ২৪ জুলাই বিকাল ৫.৩০ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মোঃ শাহজালাল চৌধুরী, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন। এসময় তল্লাশী করে তাদের হেফাজতে থাকা পাউডারের কৌটার ভিতর বিশেষ কায়দায় লুকানো ১০২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে ।