৭১ বাংলাদেশ প্রতিনিধিঃনগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি ট্রাকসহ মোঃ জাহাঙ্গীর আলম মিজি প্রকাশ জাহাঙ্গীর হোসেন (৪০) ও মোঃ খোকন (২৫) নামের ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
জানা যায়, শনিবার ৫ অক্টোবর রাত ৯:৫৫ মিনিটে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর দিকনির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) উক্য সিং এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে এসআই মোঃ ফরহাদ মহিম, এসআই মোঃ মোমিনুল হাসান, এএসআই শন্তু শীল, এএসআই মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালায়।
এসময় ২০০০ পিস ইয়াবা ও ১টি ট্রাকসহ মোঃ জাহাঙ্গীর আলম মিজি প্রকাশ ও মোঃ খোকনকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে ।