ফয়সাল এলাহীঃবরিশাল কলোনিতে বন্দুকযুদ্ধে র্যাবের সাথে, নিহত ২।সূত্র জানায় নগরীর মাদকের হাট খ্যাত সদরঘাট থানার বরিশাল কলোনিতে গত ১৭-৫-২০১৮ র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। এছাড়া আরো ২/৩ জন আহত হয়েছে। রাত ১২ টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। র্যাব–৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, র্যাবের মাদকবিরোধী অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে র্যাবের একটি দল বরিশাল কলোনিতে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গোলাগুলির পর ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ৩০ থেকে ৩৫ বছর বয়সী নিহত ব্যক্তি কুমিল্লার মোশাররফ বলে জানানো হয়। অপরজনের পরিচয় নিশ্চিত করা না গেলেও তার বয়স ৫০ থেকে ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। আহতদের একজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাইল কাদের। তার পায়ে গুলি লেগেছে। সে বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।ছবি ফয়সাল সিকদার