বিশেষ প্রতিনিধিঃযুব সমাজকে খেলাধূলায় সম্পৃক্ত করতে প্রথমবারের মতো লালখান বাজার বাগঘোণায় ‘মেলা শিশু কিশোর সংগঠন’ এর আয়োজনে দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্ট ‘স্বাধীনতা গোল্ডকাপ ২০১৯’ লালখান বাজারস্থ বাগঘোণা পাহাড় মাঠে লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা মমিনুল হক। এতে আরো উপস্থিত ছিলেন ক্রিয়া ব্যক্তিত্ব আকরাম আবছার, এনামুল হক (বকুল) ওয়াহিদুর রহমান আনিস, শাহজাহান লিটন সহ লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। স্বাধীনতা ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন কালে বক্তারা বলেন যুব সমাজকে আদর্শিক চরিত্র গঠন করতে, ধুমপান, মাদক, ইভটিজিং, জঙ্গী সন্ত্রাসী মনোভাব ত্যাগ করতে খেলাধূলার কোন বিকল্প নাই। শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন টিম টুইস্ট ও টিম সিনিয়র, এর মধ্যে টিম টুইস্ট জয়লাভ করেন।