নগরীর হালিশহর থানাধীন রহমানবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসা হতে গত বছর ২১ ই জুলাই ২০২০ইং একজন অজ্ঞাতনামা নারীর লাশ পাওয়া যায়।
সূত্র জানায় উক্ত বিল্ডিং এর কেয়ারটেকার মোঃ নুর নবী হালিশহর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত রুমের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা একজন মহিলার মৃতদেহ উদ্ধার করে।
পরবর্তীতে মোঃ নুর নবী উক্ত ঘটনা সংক্রান্তে লিখিত এজাহার দায়ের করলে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে হালিশহর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর হালিশহর থানার টিম অভিযুক্ত মোঃ সোহাইল এর অবস্থান শনাক্ত করতে সচেষ্ট হয়। অভিযুক্ত মোঃ সোহাইল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করায় তার প্রকৃত অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে দীর্ঘ সময় লেগে যায়। পরবর্তীতে তার সর্বশেষ অবস্থান বাগেরহাট জেলায় নিশ্চিত হওয়ার পর হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আল মামুন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাগেরহাট জেলার মংলা থানার মিঠাখালী গ্রাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মোঃ সোহাইল আহাম্মেদ(৪০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য ভিত্তিতে সিএমপির পতেঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদা আক্তার(২২) কে গ্রেফতার করা হয়।
সূত্র জানায় গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনায় নিহত ভিকটিমের প্রকৃত পরিচয় প্রকাশ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।