মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল) ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১৯ ইং সনের এস.এস.সি ও দাখিল পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সরকারি যদুনাথ পাইলট স্কুল, নয়ান খান মেমোরিয়াল হাই স্কুল, ধুবরিয়া ছেপাতুল্লাহ স্কুল, ডাঃ রেজা হাই স্কুল বারিগ্রাম, তেবাড়িয়া কামিল মাদ্রাসা সহ আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান ফরম পূরনে অতিরিক্ত অর্থ আদায় করছে। হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা আমলে নিচ্ছে না স্কুল পরিচালনা কমিটি। অক্টোবর মাসের ৩০ তারিখে উচ্চ আদালত থেকে এস,এস,সি ও সমমানের পরীক্ষার ফর্মপূরনে অতিরিক্ত অর্থ না নেওয়ার জন্য শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি কে নির্দেশনা দিয়ে একটি রুল জারি করে উচ্চ আদালত । এছাড়া এ বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) অতিরিক্ত অর্থ আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।
উচ্চ-আদালতের নির্দেশ অনুযায়ী মানবিক বিভাগের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি সহ নিয়মিত শিক্ষার্থীদের ১৬৫০, অনিয়মিত ১৭৫০। বানিজ্যিক বিভাগের জন্য নিয়মিত ১৬৫০, অনিয়মিত ১৭৫০, এবং বিজ্ঞান বিভাগের জন্য নিয়মিত ১৭৭০ অনিয়মিত ১৮৭০ টাকা, সকল সরকারি, এমপিও এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের টাকা নির্ধারন করে দেওয়া হয়েছে। কিন্তু নাগরপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাইকোর্টের আদশকে অমান্য করে ফরম পূরনে অতিরিক্ত টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক যদুনাথ স্কুলের এক এস.এস.সি পরীক্ষার্থী জানান, সে তিন সাবজেক্টে ফেল করেছে তার নিকট হতে ফরম পূরনে ৪৫০০ টাকা আদায় করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কোচিং ফি সহ ৩০০০-৪৫০০ টাকা পর্যন্ত আদায় করছে । টাঙ্গাইল দুদক অফিস সাংবাদিকদের জানায়, দুদকের হট লাইন ১০৬ এ ফোন করে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা গ্রহন করা হবে। নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান জানান, ফর্ম পূরণের জন্য সরকার নির্ধারিত টাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিতে হবে এবং টাকা আদায়ের রশিদ দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে। যদি কোন প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।