নাগরপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে সরকারি ও স্থানীয় অর্থায়নে উপজেলা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত পাবলিক লাইব্রেরি সংস্কার ও উন্নয়ন এবং কফি কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাগরপুর পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, কৃষি কর্মকর্তা আ. মতিন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, ঠিকাদার একেএম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামন বকুল, আওয়ামীলীগ নেতা মো. শামিম খান প্রমুখ।

সভা শেষে পাবলিক লাইব্রেরীর ছাদে কফি কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।