৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণবিতরন । উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২২ জুলাই) দিনভর উপজেলার দপ্তিয়র, সহবতপুর,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। দূর্গত এলাকার প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল, শুকনো খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সুষম বন্টনের মাধ্যমে এ চারইউপি’র ত্রাণ বিতরন কার্যক্রম প্রত্যক্ষ করেন। ত্রাণ বিতরন নিয়েই উএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, যমুনা ধলেশ রীন দীর পানি অব্যাহত বৃদ্ধির ফলে উপজেলার চরাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে করে দূর্ভোগে পড়েছে চরাঞ্চলের মানুষ। উপজেলা প্রশাসন বন্যার্ত মানুষের পাশে থেকে তাদের দু:খ দূর্দশা লাঘবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমাদের ত্রাণ বিতরন অব্যাহত রয়েছে।তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় কয়েকটি মেডিকেল টিমগঠনকরে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
সকালে দপ্তিয়র ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী কামুটিয়া, ছিটকীবাড়ি, বাগকাটারী, ফয়েজপুর, মাইঝাইল ও নিশ্চিন্ত পুর এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী।এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, ইউপি সচিব মো. জহিরুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা শাহজাহান সিরাজপান্না, আঃমান্নান সহ বিভিন্নস্তরের ব্যক্তি বর্গ।