টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২০), এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে আরম্ভ হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র্যালিশেষে বাল্যবিবাহ বন্ধ শীর্ষক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতাসহ নাটিকা প্রদর্শিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম সহ বেসরকারি কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।