মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল)ব্যুরোঃ টাঙ্গাইলের নাগরপুরে সড়ক দুর্ঘটনায় (ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায়) ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৪-১১-১৮ ইং, শনিবার সকালে উপজেলার নাগরপুর-চৌহালী সড়কের দুয়াজানী নামক স্থানে। নিহত শিশুর নাম নাজমুল হোসেন (৭)। সে দুয়াজানী গ্রামের মোঃ মঞ্জুর ছেলে। নাগরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, খবর পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাগরপুর চৌহালী পাকা সড়কের দুয়াজানী নামক স্থানে নিহত নাজমুল হোসেন(৭), রাস্তা পারাপারের সময় চৌহালী থেকে নাগরপুর আসার পথে একটি ব্যাটারী চালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে নাজমুল পাঁকা রাস্তার মধ্যে পরে গুরুত্র আহত হয়। পরে এলাকাবাসীর সহযোগীতায় আহত অবস্থায় নাজমুলকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী ব্যাটারী চালিত ঘাতক ভ্যানটি আটক করলেও ভ্যান চালক পালিয়ে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন চলছে ।
Discussion about this post