বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ মে ২০২০, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানোরায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর সাংবাদিকদের জানান, করোনা মহামারীতে যখন সারাদেশ আক্রান্ত, তখন কিছু অসাধু শ্রেণির লোক নাগরপুরে বিভিন্ন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে।
দুপুরে মানোরাতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। তৎক্ষণাৎ বালু ব্যবসায়ী আব্দুল মজিদ ও আব্দুল মান্নানকে আটক করে “বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ৪(গ) ধারা লংঘনের অপরাধে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং দুইটি বালুর ট্রলি জব্দ করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।