ওসমান গনি,লালমনিরহাটঃবাংলাদেশ পুলিশের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে ৫১টি বিটে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে,নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ করি,নারী বান্ধব দেশ গড়ি।বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন।
এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় জেলার ২৫ নং বিট ৫ নং চন্দ্রপুর ইউপি পরিষদে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্তে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চন্দ্রপুর ইউনিয়নের বিট অফিসার সাব-ইন্সপেক্টর মিঃআলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃআবু সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী বিট অফিসার এস আই মাহমুদুন্নবী। উপস্হিত ছিলেন চন্দ্রপুর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি মোঃসিরাজুল ইসলাম,সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টারসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,নারীনেত্রী,মুক্তিযোদ্ধা,শিক্ষক,স্কুল কলেজের ছাত্রী,এনজিও কর্মী,গ্রামপুলিশ,আনছার এবং মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ সময় সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী শপথ গ্রহণের মাধ্যমে জনসাধারণকে এ ধরনের ঘৃন্য অপরাধের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিট অফিসার সাব-ইন্সপেক্টর মি.আলী বলেন দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ,নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষে পেশাদারিত্বের সঙ্গে দ্বায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।
সমাবেশে অংশগ্রহণকারীরা পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।
Discussion about this post