হাফিজুল ইসলাম ঃপবিত্র কুরআনকে আল্লাহ তায়ালা শব্দের অবাক করা গাণিতিক বিন্যাস এবং ছন্দ দিয়ে সাজিয়েছেন। যেটা কোনো মানুষ কিংবা জ্বীনের পক্ষে লেখা সম্ভব নয়। যা দেখলে একজন নাস্তিক মানতে বাধ্য হবে পবিত্র কুরআন আল্লাহর বাণী। নিচে সেই শব্দ গুলো দেয়া হলো: শাস্তি = ১১৭ বার ক্ষমা = ২৩৪ বার (১১৭ কে ২ দিয়ে গুণ করলে পাওয়া যায় ২৩৪) আল্লাহ বললেন/তিনি বললেন = ৩৩২ বার তারা বললো = ৩৩২ বার (অর্থাৎ, মহান আল্লাহ যতবারই কথা বলেছেন ততবারই তার উত্তর এসেছে) পৃথিবী/এই দুনিয়া = ১১৫ বার আখিরাত = ১১৫ বার শয়তান = ৮৮ বার ফেরেস্তা = ৮৮ বার জান্নাত = ৭৭ বার জাহান্নাম = ৭৭ বার যাকাত = ৩২ বার মঙ্গল/বারাকাহ = ৩২ বার গ্রীষ্ম/গরম = ৫ বার শীত/ঠান্ডা = ৫ বার স্বচ্ছলতা = ২৬ বার দারিদ্রতা = ১৩ বার (অর্থাৎ, আল্লাহ তায়ালা দারিদ্রতার চেয়ে দ্বিগুণ স্বচ্ছলতার কথা বলেছেন) নারী = ২৩ বার পুরুষ = ২৩ বার (নারী পুরুষের উভয়ের উল্লেখ ২৩ বার থাকার অর্থ হচ্ছে আল্লাহর কাছে নারী পুরুষ উভয়ই সমান। তাছাড়া এই ২৩ এবং ২৩ আরও একটা অর্থ প্রকাশ করে। মানব দেহের মোট ক্রোমোজমের সংখ্যা ৪৬ যা ২৩ এবং ২৩ যোগ করলে হয়। বর্তমান বিজ্ঞান বলে মানব শিশু ৪৬ টি আলাদা ক্রোমোজম নিয়ে জন্মায় যার ২৩ টি আসে পিতার থেকে, আর বাকি ২৩ টি আসে মায়ের থেকে) স্থল = ১৩ বার +সাগর = ৩২ বার = ৪৫ এই যোগফলের শতকরা হিসাব করলে দেখা যায়: ১৩/৪৫ x ১০০% = ২৮.৮৮ % ৩২/৪৫ x ১০০% = ৭১.১১ % (পৃথিবীতে মোট স্থলের পরিমাণ মোট পৃথিবীর ২৮.৮৮ ভাগ এবং পানির পরিমাণ মোট পৃথিবীর ৭১.১১ ভাগ যা কিছু দিন আগে বিজ্ঞান আমাদের জানিয়েছে)(জনতার কলাম হাফিজুল ইসলাম)ছবিতে লেখক হাফিজুল ইসলাম ও তার সন্তান
Discussion about this post