বিনা অপরাধে মিনু আক্তারকে জেল খাটানোর মামলায় শাহাদাত হোসেনকে একদিনের রিমান্ড এবং নুর আলম কাওয়ালকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, রোববার বিকেলে শাহাদাত হোসেন ও নুর আলম কাওয়ালকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে শাহাদাত হোসেনের সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। একই সঙ্গে নুর আলম কাওয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ভোরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর কালাপানিয়া দরবেশনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শাহাদাত দরবেশনগরের ১ নম্বর ওয়ার্ডের ছিন্নমূল ৭ নম্বর সমাজের বেলায়েত হোসেনের ছেলে ও নুর আলম কাওয়াল একই এলাকার আলী হোসেন মোল্লার ছেলে।
এদিকে, দুদিনের রিমান্ড শেষে একইদিন দুপুরে কুলসুম আক্তার কুলসুমী ও তার সহযোগী মর্জিনা আক্তারকে আদালতে হাজির করা হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কুলসুমী। এরপর দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।