শেখ সেলিম-সম্পাদকীয়ঃমানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন প্রসঙ্গটি আজকের আলোচনার বিষয় নয়। খুলনা সিটি করপোরেশন নির্বাচন মানসম্মত হয়েছে কি না, সে প্রশ্নেও আমি যাব না। এ বিষয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, তাঁদের দলগুলো, নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকেরা তাঁদের মতামত দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ও দলগুলো যে পরস্পরবিরোধী কথা বলবেন, সেটা আমাদের সকলের জানাই ছিল। বিশেষ করে নির্বাচনে পরাজয়ের পর কারচুপির অভিযোগ করা দলমত-নির্বিশেষে যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়েছে। সেদিক থেকে নির্বাচন কমিশন এবং পর্যবেক্ষকদের মূল্যায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং, তাঁদের মূল্যায়নের নৈর্ব্যক্তিক বিশ্লেষণ প্রয়োজন। এই সুযোগে স্বীকার করে নেওয়া ভালো, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য যে নিরপেক্ষ আচরণ অতি জরুরি, কিছু ব্যক্তি পেশাগত গোষ্ঠীর পরিচয়ে প্রার্থীদের পক্ষে ও বিপক্ষে প্রচারে অংশ নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করেছেন ।