বিশেষ প্রতিনিধিঃচট্টগ্রাম সিটি নির্বাচনে জয়ী হলে ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপি মেয়র প্রাথী ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১৩ মার্চ) নগরীর ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর ভোটারদের মাঝে অধিকাংশ ভাড়াটিয়া।গণপরিবহন উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা জন্য এক বার সুযোগ চান বিএনপির এই মেয়র প্রার্থী। এসময় ডা.শাহাদাত ওয়ার্ডবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হলে সিটির উন্নয়নের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করব।
জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের পিতা নয়, সেবক নির্বাচিত করুন। আমি আপনাদের সেবক হয়ে সুখ দুখে পাশে থাকবো। আমি আপনাদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম উপহার দেব।
এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি আলহাজ্ব এম এ আাজিজ, ইঞ্জিনিয়ার বেলয়েত হোসেন প্রমুখ ।
Discussion about this post