র্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র পলাতক সদস্য শাহীন আলমকে (২৮) গ্রেফতার করেছে।
বুধবার ভোররাতে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন আলম ওই গ্রামের মো. শাহজাহান শেখের ছেলে। তার বিরুদ্ধে পাবনা জেলার সুজানগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গ্রেফতারকৃত শাহীন আলম একজন জেএমবি সদস্য। এছাড়াও তিনি সুজানগর থানায় ২০১৬ সালে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অন্যতম আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাবনার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
Discussion about this post