নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীক গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। রবিবার(২৩ আগষ্ট) ভোরে উপজেলার চন্দননগর ইউনিয়নের হর্ষইল কবিরাজপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চন্দননগর ইউনিয়নের হর্ষইল কবিরাজপাড়ার মৃত- মনছের কবিরাজের ছেলে আবুল কালাম আজাদ ওরফে ধলাকে (৪৫) গ্রেফতার করে।
এ সময় তার বাড়ির উঠানে লাগানো গাঁজার গাছ (যার আনুমানিক ওজন (৬কেজি)উদ্ধার করা হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবত বাড়ির উঠানে গাঁজার গাছ লাগিয়ে গাঁজা উৎপাদন, সেবন ও বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।