নীলফামারীঃনীলফামার তে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫নভেম্বর) রাত নয়টার দিকে খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা থেকে তাকে আটক করা হয়। উক্ত বক্তি একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ।
পুলিশ জানায়, ২২শে নভেম্বর বিকেলে দেবীরডাঙ্গা এলাকার একটি চাতালে খেলা করার সময় একই এলাকার বক্তি প্রতিবন্ধী ওই শিশুকে মিল চাতালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষক বিষয়টি প্রকাশ না করতে মেয়েটিকে ভয়ভীতি দেখালেও শারীরিক অসুস্থ্যতার এক পর্যায়ে জানাজানি হওয়ায় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় মেয়েটিকে।
এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে থানায় মামলা করলে রবিবার রাতেই ধর্ষক কে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানা থেকে জানাযায় আটক বক্তি ধর্ষণের কথা স্বীকার করেছে । মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে হাসপাতালে।
সোমবার আটক বক্তি কে আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরন করেন ।