মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মানিক চন্দ্র রায় (২৮)এর মৃত্যু হয়েছে।বুধবার (২৪ অক্টোবর)বিকেলের দিকে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের নির্মল চন্দ্র রায়ের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঘটনার দিন কৃষক নির্মল চন্দ্র রায় ছেলে মানিককে নিয়ে বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে তামাকের বীজতলায় সেচ দিচ্ছিলেন। এসময় সেচযন্ত্রটি বন্ধ হলে বিদ্যুৎ চলে না যাওয়ার বিষয়টি তাদের জানা না থাকায় ছেলে মানিক সেচসযন্ত্রের সংযোগ তারের ত্রুটি মনে করে সেটি পরীক্ষা করতে থাকে। এরমধ্যে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post