এস এম মনিরুজ্জামান,বাগেরহাটঃবাগেরহাটে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে বাগেরহাট-১ আসনের সাংসদ সদস্য ও আ.লীগ মনোনিত প্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দীনের নির্বাচনী পথসভা অনুষ্ঠানে মঙ্গলবার বিকালে কাটাখালী বাসস্ট্যান্ডের বাদল চত্তরে অনুষ্ঠানে যোগ দেন।কেন্দ্রীয় নেতা আবু কওসার নৌকার পাল তুলেই বাগেরহাট থেকে যাবেন।ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাডঃ মোল্লা মোঃ আবু কাওসার, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল হাসান জুয়েল ও উপ-দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কাজি বেলাল সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মুস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন-আহবায়ক সরদার আব্দুল কাদের ও বিশ্বজিৎ সরকার। পরে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে একটি মিছিল কাটাখালী বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে শ্লোগান তুলে মিছিল প্রদান করা হয়। এসময় ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।