পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা সদরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’র উদ্ধোধন করা হয়েছে। পঞ্চগড় পৌর সভার আয়োজনে ১৪ জুলাই শনিবার পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র তৌহিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এ ক্যাম্পেইন’র শুভ উদ্ধোধন করেন। পঞ্চগড় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, পঞ্চগড় জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৬ হাজার ১৪২ জন এবং ১২-৫৯ মাস বয়সীর শিশুর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন। মোট ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ জন করে ২ হাজার ১৫৪ জন সেচ্ছা সেবক হিসেবে কাজ করে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) এ ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। উক্ত ক্যাম্পেইন’র উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলমগীর হোসেন (উপ সচিব নির্মাণ), পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্্রাট প্রমূখ।