মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ সর্বোউত্তরের জেলা পঞ্চগড়ে প্রতীক বরাদ্দ পালিত হয়েছে। ১০ই ডিসেম্বর-১৮ সোমবার সকাল ১০টা হতে পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উক্ত প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয় । অতঃপর একে একে সকল প্রার্থীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পঞ্চগড় জেলার ভৌগোলিক পরিমন্ডলে যেমন গুরুত্ব রয়েছে তেমনি গুরুত্ব রয়েছে রাজনৈতিক অঙ্গনে। ইতো পূর্বে এ জেলায় জন্ম গ্রহণ করেছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তি, অবদান রেখেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। রাজনৈতিক ক্ষেত্রে পঞ্চগড় জেলার গুরুত্ব অপরিসীম। পঞ্চগড় জেলায় ২টি সংসদীয় আসন রয়েছে।
পঞ্চগড়-১
৭ দলের ৭ প্রার্থী
আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মজাহারুল হক প্রধান (নৌকা) প্রতীকে, বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির (ধানের শীষ), জাগপার প্রার্থী আল রাশেদ প্রধান (হুক্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল্লাহ (হাতপাখা), জাকের পার্টির প্রার্থী সুমন রানা (গোলাপ ফুল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হাবিবুর রহমান (আম) ও জাতীয় পার্টির প্রার্থী আবু সালেক (লাঙ্গল) প্রতীকে নির্বাচন করবেন।
পঞ্চগড়-২
৭ দলের ৭ প্রার্থী
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও পঞ্চগড়-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন (নৌকা) প্রতীকে, বিএনপি মনোনিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ধানের (শীষ), জাগপা মনোনিত ব্যারিস্টার তাসমিয়া প্রধান (হুক্কা), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ফয়জুর রহমান মিঠু (আম), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কামরুল হাসান প্রধান (হাতপাখা), কমিউনিস্ট পার্টির প্রার্থী আশরাফুল আলম (কাস্তে), জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রহমান রিপন (লাঙ্গল) প্রতীকে নির্বাচন করবেন।