আলোচনা সভায় কৃষি কর্ম কর্তা বলেন জমিতে কৃষক দের কীটনাশক মুক্ত আবাদ করতে হবে এবং সাকশবজির দিকে বেশি অগ্রসর হতে হবে তাহলে পুষ্টি কর খবার ও সজীব খাবার পাওয়া জাবে। ডা.সা মহিউদ্দিন বলেন আমাদের দেশে ডায়বিডিস এর রুগী দিনে দিনে বেরে যাচ্ছে কারন অপুষ্টিকর খাবারের জন্য তাই আমাদের ভিটামিন যুক্ত খেতে হবে তাহলে রোগ মুক্ত থাকা যাবে।
জেলা প্রশাসক বলেন আমাদের দেশে শিশু অপুষ্টি হার ৩২% ও মাতৃকা পুষ্টির অপুষ্টির হার ৪৪% এই অপুর্নতা কাটিয়ে উঠতে হলে ভিটামিন যুক্ত খাবার এর দিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন গুরা মাছ ও সবুজ শাখসবজিতে পুষ্টির ভূমিকা অপরীসিম তাই বাইরের খাবার বর্যন করে পুষ্টিকর খাবার এর দিকে অগ্রসর হতে হবে।