মোঃফয়সাল এলাহীঃচট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ঘাটে পাথরের ওপর থেকে উদ্ধার হওয়া সেই তরুণীর পরিচয় পাওয়া গেছে। তাসফিয়া আমিন (১৬) নামে ওই তরুণী সানশাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয়দের খবরে সকালে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও দুপুরের দিকে ওই তরুণীর পরিবারের লোকজন থানায় এসে মরদেহ শনাক্ত করেছে।’ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ’ নিহত তাসফিয়া আমিন (১৬) কক্সবাজার জেলার টেকনাফের ডেইলপাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মেয়ে। বর্তমানে পরিবার নিয়ে নগরের ও আর নিজাম রোডে থাকেন। এক ভাই, তিন বোনের মধ্যে তাসফিয়া সকলের বড়।