সম্পাদকীয়ঃস্কুল-কলেজের শিক্ষার্থীরা একটি নয় দফা দাবিনামা ঘোষণা করে। সে দাবিগুলোতে অযৌক্তিক কিছু না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি দলের নেতারা তা মেনে নেওয়ার আশ্বাস দেন। তারপরও কার কারণে প্রতিবাদটি উত্তাল হয়ে ওঠে, তা নির্মোহভাবে পর্যালোচনা করে দেখা উচিত ছিল।
পরিবহন খাতের নৈরাজ্যকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছে, তাতে পরিবহনমালিক-শ্রমিকনেতা ও নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে ও আলোচিত হয়েছে। কোনো একটি শ্রেণি কোনো মন্ত্রীর পদত্যাগ চাইলেই অমনি তিনি পদত্যাগ করবেন, তা কেউ বলবে না। দাবি যৌক্তিক কি না, সেটা মানুষ বিচার করে দেখবে। নৌমন্ত্রী অবশ্য বলেছেন, তাঁর পদত্যাগ শিক্ষার্থীরা চায়নি, চেয়েছে বিএনপি-জামায়াত। তাই তিনি পদত্যাগ করবেন না।
Discussion about this post