রংপুর সংবাদদাতা:মিঠাপুকুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা ।সারা দেশ যখন বাংলা বছরের প্রথম মাস পহেলা বৈশাখ পালন নিয়ে ব্যস্ত ঠিক তখনি পহেলা বৈশাখের পছন্দের শাড়ি না পাওয়া গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয় মিঠাপুকুর এলাকায় এক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ সৃষ্টি আক্তার(১১)।জানাগেছে রবিবার বিকালে মিঠাপুকুর বিদ্যালয়ের পিছনে নিজ বাসায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে সৃষ্টি আক্তার ।
উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা খামারপাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে সৃষ্টি।সৃষ্টির বাবা চাকরি জীবি হওয়ার কারণে গ্রামের বাড়ি ছেড়ে ও মেয়ের শিক্ষার উন্নতির জন্য জমি কিনে এখানে বাসবাস করেন।সৃষ্টির বাবা শফিকুল ইসলাম জানায় পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন উপলক্ষে তার মেয়ে শাড়ির জন্য আবদার করে।মেয়ের আবদার পূরণে অবশেষে শাড়ি এনে দেয় বাবা।শাড়িটি পড়ে সৃষ্টি তার বন্ধবীর কাছে গেলে তা বন্ধবীর পছন্দ না হওয়ার কারণে রেগে গিয়ে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।এতে সৃষ্টির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।