কবিতা-স্বপ্ন দেখেছিল শেখ সাহেব, স্বপ্ন দেখেছিল শেখ সাহেব স্বপ্ন, দেখেছিল নির্যাতিত,নিপীড়িত মানুষে। স্বপ্ন দেখেছিল শেখ সাহেব জন্মভূমি,মাতৃভাষা প্রিয় বাঙ্গালী মায়ের। স্বপ্ন দেখেছিল শেখ সাহেব, পাকিস্তানিরা অত্যাচার করত এদেশে। স্বপ্ন দেখেছিল শেখ সাহেব কৃষক,শ্রমিক,অসহায় সাধারন মানুষের স্বাধীনতা নেই জন্মভূমিই তাহাদের। গোপালগঞ্জ কোটালীপাড়ার ছেলে ভাগ্যিস ভাগ্য ভাল ছিল, বাঙ্গালীদের স্বপ্ন দেখেছিল শেখ সাহেব , স্বাধীন জন্মভূমি,স্বাধীন মাতৃভাষা স্বাধীন মানচিত্র,স্বাধীন দেশ হবে সাধারন মানুষের,শ্রেষ্ঠ বাঙ্গালী সফল নেতা,বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঋনী,গর্বত আমাদের বাংলাদেশ। কবি-তাজ উদ্দীন, বেগুনগ্রাম,কালাই জয়পুরহাট। লেখার স্থান-বগুড়া বাংলাদেশ।(ছবি কবি-তাজ উদ্দীন )