রামিম দেওয়ান নওগাঁ,ব্যুরো:নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চকসাবাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অাব্দুর রশিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চকসাবাই গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আব্দুর রশিদ শেখ (৪২) ও তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরিদ ওরফে রাব্বি (২৪)। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ- পরিদর্শক (এস.অাই) সাইফুল ও অাব্দুল মালেক,ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আব্দুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রশিদের বাড়ির ভেতরে আঙ্গিনা খনন করে পুতে রাখা ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ রশিদ ও রাব্বিকে আটক করে থানায় নিয়ে অাসেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে । মান্দা থানা সূত্রে জানা যায় আটককৃত রশিদ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী এবং ইতিপূর্বেই তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।