৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড অলি মিয়ার দোকান এর সামনে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে পোস্টার ও ব্যানার নামানো কে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয়েছে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি। তার পিতার নাম মৃত নূর হোসেন। প্রত্যক্ষদর্শিরা জানায় পোস্টার ও ব্যানার নামানো কে কেন্দ্র করে দুর্বৃত্তরা হঠাৎ করে এসে গুলি করে। গুলি করার পর ইউসুফ গুলিবৃদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল এর ডাক্তার আমিনুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।