দেবীদ্বার প্রতিনিধিঃদেবীদ্বারে মুজিব শতবর্ষে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সফল করতে ‘প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে ওই মানবন্ধন চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নুল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম,
উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, নারী নেত্রী হাসনা আবেদীন,এ.বি.এম আতিকুর রহমান বাশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন, জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশ’র প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দীন, ধামতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ প্রমূখ।