বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী করেছে লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ইস্পাহানি মোড়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদ।
মহানগর ছাত্রলীগ নেতা আইনুল কাদের নিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোমিনুল হক মোমিন ও মহানগর যুবলীগের সদস্য তৌহিদ আজিজ, মহানগর যুবলীগ নেতা আজমল হোসেন হিরু, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন হানিফ, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দীন, সেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল চৌধুরী, রুবেল দাশ,রফিক মুন্না।
ছাত্রলীগ নেতা শামীম আহসানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল আমিন খান শুভ, ডেভিড মজুমদার, ফয়সাল আহমদ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান বাবু, আলী আরমান, সাইফুল ইসলাম মুন্না, নুরুল আলম তুহিন, তানভির মুকতাদির, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম সুজন, অনিক, আফনান রাফি, ইমন, সাগর, রাব্বি, ফাহিম, ইমাম হোসেন আসিফ সহ আরো অনেকে ।
র্যালিটি ইস্পাহানি চত্বর থেকে শুরু হয়ে ওয়াসা মোড় প্রদক্ষিণ করে চানমারী রোডস্থ লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।