বিশেষ প্রতিনিধিঃগ্রেফতারকৃত কিশোরঃ(১) মোঃ সাব্বির হোসেন (১৬) পিতা-মোঃ জানে আলম, মাতা-সামসুর নাহার, সাং-দক্ষিণ লেলেঙ্গারা মাদালিয়ার বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, (২) মোঃ তজবির সাইফ (১৬) পিতা-মৃত মোঃ ইউনুুস, মাতা-রেহেনা আক্তার, সাং-মাঝির পাড়া, রমজান আলীরহাট, মিয়াজন মাঝির বাড়ী, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম।
পুলিশ কমিশনারের নির্দেশক্রমে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ টিম(২) এর পুলিশ পরিদর্শক মোঃ আজিজ আহমেদ এর নেতৃত্বে এসআই মোঃ রেজাউল করিম, এসআই মাহমুদুল হাসান মামুন, এসআই সাইদুর রহমান, এসআইমোঃ মাকসুকুর রহমান, এএসআই মোঃ জাকির হোসেন, এএসআই মোঃ সাইফুল আবেদীন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে অভিযোগের ভিত্তিতে ২৩/০৭/২০১৯খ্রিঃ মোঃ সাব্বির হোসেন (১৬) ও মোঃ তজবির সাইফ (১৬)’দ্বয়কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
কিশোর অপরাধীরা মোবাইল ফোনের মাধ্যমে অজ্ঞাত পরিচয় দিয়ে সৌদি প্রবাসী রেজাউল করিম বাঁচাকে প্রাণ নাশের হুমকী দিয়ে ২৫,০০,০০০/- টাকা চাদাঁ দাবি করে। চাঁদার টাকা না পেলে দেশে বসবাসরত তার পরিবারের ক্ষতি সাধন করবে বলে হুমকী দেয় এবং পরবর্তীতে তার দেশে অবস্থানরত স্ত্রীকেও হুমকী প্রদান করে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার করে থানায় সোপর্দ করে। তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে সিএমপি’র পাচঁলাইশ মডেল থানায় মামলা রুজু করা হয়।