সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির প্রবাসী উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৩ এপ্রিল শুক্রবার তারাবির নামাজের পর হাজী মনির আলীর বাড়িতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ।
বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী শহিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও গ্রাম উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি ফটো সাংবাদিক আব্দুল খালিক,এবং গ্রাম উন্নয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, কোষাধ্যক্ষ সেবুল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুহেদ আহমদ, সহ প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুদ্রত আলী, কার্যনির্বাহী সদস্য মাসুম আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথি প্রবাসী শহিদুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম হাফিজ ফরহাদ আহমদ।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বড় সম্পদ, তারা সুধুর প্রবাসে থেকে ও সব সময় বাংলাদেশের কথা চিন্তা ভাবনা করেন। বিভিন্ন দুর্যোগময় সময়ে প্রবাসীরা বঞ্চিত অসহায় পরিবারের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন। প্রবাসীদের কর্মগুণে তাদেরকে সম্মান প্রদর্শন করা নৈতিক দায়িত্ব। বক্তারা অর্থনীতির চালিকাশক্তি প্রবাসীরা দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও কল্যাণে চলমান মানব সেবামুলক কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।