বিশেষ প্রতিনিধিঃপ্রায় তিন মাস কারাগারে কাটানোর পর জামিনে মুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেলার নাসির আহমদ।
নগর যুবদলের প্রচার সম্পাদক মাহবুবর রহমান বলেন, ‘ডা. শাহাদাত হোসেন ভাইয়ের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মোট মামলা রয়েছে ৪০টি। সবগুলো মামলায় জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন তিনি।’
তিনি আরও বলেন, শাহ আমানত শাহ’র মাজার জেয়ারত করার পর বাড়ি যাবেন ডা. শাহাদাত।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ঢাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকার সামনে থেকে ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার, পরে কাশিমপুর কারাগার হয়ে তাকে রাখা হয় চট্টগ্রাম কারাগারে। জেলে থেকেই তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান।
Discussion about this post