তপু রায়হানরাব্বী: ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি তানিয়া, প্রিয়জনের কাছ থেকে আলাদা হয়ে ট্রেনের দাক্কায় আহত , ঢাকা মেডিকেল হাসপাতালে একা তানিয়া (২৫)। গত ২২শে মার্চ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে ঢাকা কমলাপুর রেলস্টেশনে এক ট্রেনের দাক্কায় তার কমড়ের হাড় ও দুপা ভেঙ্গে যায়। জানাগেছে পরে এক রিহৃয় বান পুলিশ তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের , দুতলা রাত ৮টায় ভর্তি করেন। ওয়ার্ড নং ২০৬, ব্রেড নং ২৬। তানিয়া আজ ২৩শে মার্চ রোজ শুক্রবার সকালে তার মুখে তার পরিচয় বলেন কোন মতে। পরে তিনি আর কিছু বলতে পারেনি। এবং কী ফোন নাম্বারটাও না। তার নামঃ মোছাঃ তানিয়ার আক্তার পিতাঃ মোঃ শাহ্ আলম। থানাঃ তেজগাঁও, বেগুনবাড়ি। নিউজ টি লেখা অবদি এখন পর্যন্ত তার পরিবাবের খবর পাওয়া যায় নি।