ফটিকছড়ির ভূজপুর বাগান বাজার ইউনিয়নের তাকিয়া করোলিয়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর হোসেন (২২), মোঃ বেলাল হোসেন (২০) নামে ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। হেঁয়াকো বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগান ইউনিয়নের তাকিয়া করোলিয়া বাজার এলাকার ইয়াবা বিক্রিয়ে জন্য কিছু যুবক প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পাওয়া পর পর হেঁয়াকো ক্যাম্পের বিজিবি অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক মোঃ জাহাঙ্গীর হোসেন বাগান বাজার ইউনিয়নের চিকনছড়া জলন্তি গ্রামের মোঃ গণি মিয়ার পুত্র, বেলাল হোসেন একই গ্রামের মো হারেছ মিয়া পুত্র। আটককৃত আসামীদের ১ (অক্টোম্বর) সকালে ভূজপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১/১০/২০১৮। অক্টোবর ২০১৮
Discussion about this post