তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৪ই এপ্রিল রোজ বুধবার কাজিয়াকান্দা কামিল (এমএ) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে নকলের দায়ে বহিষ্কার হয়েছে এক ছাত্রীকে। ওই ছাত্রী আরবী সাহিত্য পরীক্ষা চলাকালীন নকলসহ হাতে নাতে ধরা পড়েন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার মোঃ হাবিবুল্লাহ তাকে বহিষ্কার করেন। কেন্দ্রের হল সুপার চরগোয়াডাঙা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, আর কোন কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেনি। উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার মোঃ হাবিবুল্লাহ বলেন, অসদুপায় করলে কাউকে ছাড় দেয়া হবে না সে যেই হক না কেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, নকল থেকে বিরত থাকার বিষয়ে সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। উল্লেখিত কেন্দ্রে ২৪৪ জন পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭৭০ জন, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও ফুলপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৬৮০ জনসহ ফুলপুরে মোট পরীক্ষার্থী ২ হাজার ৬৯৪ জন।
Discussion about this post