“ভূগর্ভস্থ পানি-অদৃশকে দৃশমান করা’’ এ শ্লোগানকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাপাউবো ফেনী এর সহযোগিতায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সোমবার (৪ এপ্রিল) সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে অফিসার্স ক্লাব হলরুমে কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাওয়ার পয়েন্টে উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বাপাউবো ফেনী এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির আহমদ ও দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
এসময় শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দিলরুবা লাইলী, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Discussion about this post