দাগনভূঞা ৬ বছর বয়সী এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযুগে এক রিকশা চালককে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ।
গত ৩ জুলাই উপজেলার নেওয়াজ পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত লক্ষণপুর গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে রবিউল হক (৫০) ওই শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে রিকশা করে বাড়ী পৌঁছে দিত।
গত ৩ জুলাই মাদ্রাসা শেষে ওই শিশু শিক্ষার্থীকে নিতে আসে রিকশা চালক রবিউল হক।
রবিউল হক উক্ত মাদ্রাসার শিক্ষার্থীকে বাড়ীতে পৌঁছে না দিয়ে উপজেলার নেওয়াজপুর গ্রামের একটি নির্জনস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
শিশুটি কান্নাকাটি করলে রিকশা চালক দ্রুত তাকে বাড়ীতে পৌঁছে দেয়।
শিশুটি বাড়ীতে গিয়ে তার পরিবারকে জানালে শিশুটির চাচা বাদী হয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন রবিউল হকের বিরুদ্ধে।
মামলা দায়েরের সাথে সাথে অভিযান পরিচালনা করে কু-চরিত্রের অধিকারী বখাটে রবিউল হক কে গ্রেফতার করে পুলিশ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, অভিযুক্ত রবিউল হককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, আদালতে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
Discussion about this post