শারমিন আক্তার,ফেনী প্রতিনিধিঃ-দাগুন ভূঞা মাটির ট্রাক ও রিক্সার সংঘর্ষে দুধমুখা আইডিয়াল স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী আইনুর নাহার অনিতা(৭) নিহত হয়েছে।এর সাথে আহাত হয়েছে আরো তিন জন।শনিবার ইয়াকুব পুর ইউনিয়ন এর দুধমুখা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয়রা রাস্তায় বিক্ষোভ করেন। বিক্ষোভ কারীরা জানায় ট্রাক ড্রাইভার কে দেশের প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক ।
Discussion about this post