১১ ই এপ্রিল ২০২২ইং দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম এর বিশেষ দিক নির্দেশনায় অত্র থানা পুলিশের একটি টিম দাগনভূঁঞা থানাধীন
৮নং জায়লস্কর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উত্তর বারাহিগোবিন্দ গ্রামস্থ শাহ আলমের বাড়ীর পূর্ব পাশের জমিতে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করাকালীন ৮ মামলার আসামী মাদক ব্যবসায়ী,
মোঃ নবী(৪৬) পিতা-মৃত দুদু মিয়া,উত্তর কাশিমপুর (দাই বাড়ী, ৪নং ওয়ার্ড, ২নং পাঁচগাছিয়া ইউনিয়ন)
সূত্র জানায় থানা-ফেনী সদর, উত্তর বারাহিগোবিন্দ,মাঝি বাড়ি, ৮নং জায়লস্কর ইউনিয়ন, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে।
সূত্র জানায় এই বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে, আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post