শারমিন আক্তার, ফেনী প্রতিনিধিঃ-‘ভোটার হবো ভোটা দেবো’ এই প্রতিজ্ঞাকে সামনে রেখে ২০১৯ সালে প্রথমবাবের মত জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। সোনাগাজী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাইনুল হকের সভাপতিত্ব ও মাষ্টার বেল্লাল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন পিপিএম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সিরাজুল ইসলাম, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসেন মামুন, কালের কণ্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আব্দুল হান্নান প্রমুখ ।