বিশেষ প্রতিবেদকঃফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মেন্দিবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলা উদ্দিন আলো সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বেলাল আহমদ, বকুল মিয়া, আব্দুল রব, মানিক মিয়া, আলম মিয়া, রোকন উদ্দিন, আলাই মিয়া, মামুন আহমদ, সামসুদ্দিন মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, যে নবী করিম (সাঃ) কে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সেই নবী কে নিয়ে কাফেরা ধারাবাহিকভাবে অবমাননা করে যাচ্ছে। তাদের এমন কাজে বিশ্বের সকল মুসলিম জনতা চরম ক্ষুব্ধ। নেতৃবৃন্দ বাংলাদেশের সকল জায়গায় ফ্রান্সের সকল পণ্য বর্জন করে ঈমানী দায়িত্ব পালনের অনুরোধ জানান।