টাঙ্গাইল প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নাগরপুরে নতুন বইয়ের উৎসবে মেতে উঠেছে, ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক বিদ্যালয় গুলো।
পহেলা জানুয়ারি ২০২০’ নতুন বছরে ছাত্র-ছাত্রীদের নতুন বই বিতরণের উৎসব। বুধবার সকালে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহ আলম মিয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন রতন, স্কুল শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন জজ, ব্যাংকার মোঃ জাকির হোসেন, মোঃ শামসুল হক ঠানডু মিঞা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের ভূয়শী প্রশংসা করে, প্রাক প্রাথমিক বিদ্যালয়(ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক) পরিচালিত। কোমলমতি শিশুদের প্রাথমিকভাবে এই, স্কুলের মাধ্যমে হাতে খড়ি কে শিক্ষা ক্ষেত্রে, মাইলফলক হিসাবে বর্ণনা করেন।