সিলেট প্রতিবেদকঃবাংলার দুঃখী গণ মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু । বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০১ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
১৭ই মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর পুরান লেনে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় ৫৩নং সমবায় ভবনে ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি আখতারুজ্জামান চৌধুরী জগলু বলেছেন, পরিবারের খোকা ছেলেটি রাজনৈতিক সহযোদ্ধার প্রিয় মুজিব ভাই আর ছাত্র জনতার বঙ্গবন্ধু থেকে বাংলার দুঃখী গণ মানুষের মুক্তির মহানায়ক হয়েছিলেন।
বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্র্ষ্টা থেকে স্বাধীন দেশের জনক। জগলু চৌধুরী বলেন, উত্তাল এক জীবনের নাম জাতির শ্রেষ্ট সন্তান শেখ মুজিবুর রহমান। ১০১ তম জন্মদিন শুভ ও সার্থক হোক। আলোকিত হোক বাঙ্গালীর প্রতিটি ঘর এবং গণমেহনতি মানুষের। প্রধান অতিথি বলেন, ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ পরিবারের জন্ম নেন শেখ মুজিবুর রহমান। একাত্তর সালের এমনি দিনে বাঙ্গালীর মুক্তির সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। ৯ মাসে ৩০ লাখ মানুষের বুকের তাজা রক্ত ঢেলে নিয়ে আসেন স্বপ্নের স্বাধীনতা।
বঙ্গবন্ধু জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তির উদযাপন আর বঙ্গবন্ধুর শততম জন্মদিন সাড়ম্বরে উদযাপন করছে সারাদেশের মানুষ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু তার জন্মদিন দেশের সকল শিশুদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সেজন্য দিবসটি বঙ্গবন্ধুর জন্মদিনের সঙ্গে জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে যুক্ত হয়ে পালন করা হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহারুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট মামুনুর রশিদ, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বেলাল চৌধুরী ও বিষু দেবনাথ, মহানগরীর ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শোয়েব লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী মমিনুল ইসলাম, সমাজ সেবিকা নাসরিন ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রকি দেব, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সংবাদকর্মী মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লেখক তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক সংবাদকর্মী শহিদ আহমদ খান, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা শুভ্র কান্তি পাল, সংগঠনের উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ সেলিম, সদস্য ফটোগ্রাফার মীর মো. সাগর রিয়াজ, আব্দুল কাদির জামিল।
সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর শততম জন্মদিনের কেক কেটে উপস্থিত সকল বিতরণ করেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক কবি কামাল আহমদ।