বিশেষ প্রতিনিধিঃবঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মোমিন রোড ঝাউতলাস্থ বায়তুল ফালাহ্ জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন ও পথসভা অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি মো: শাহাদাতুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী ও সেক্টর কমান্ডার ফোরাম চট্টগ্রাম মহানগরের নেতা প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া।
এ ছাড়াও উক্ত সভায় মহানগরের সিনিয়র সহ-সভাপতি এড.সাজ্জাদ হোসেন জুয়েল, শিল্পী বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মাহমুদ ইমন, জনি বড়ুয়া, মো: শাহীন, সাংগঠনিক সম্পাদক আরফিন আনোয়ার চৌধুরী, অর্থ সম্পাদক মো:ইকবাল হোসেন রিপন, প্রচার সম্পাদক জুয়েল রানা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ আনোয়ার চৌধুরী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হোসনে আরা আক্তার সোমা, সহ-শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক শাহীন আলম, আপ্যায়ন ও পাঠাগার সম্পাদক নাঈমুল আলম, সহ-আপ্যায়ন ও পাঠাগার সম্পাদক মো: রুবেল আহমেদ, সহ যুব ও ক্রীড়া সম্পাদক মো: জাবেদ, মহানগর সদস্য ইসমে আজিম আসিফ, মোহাইমিনুল হক আবির, আসিফ হোসেন রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।