৭১ বাংলাদেশ প্রতিবেদকঃজাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে ১৭ মার্চ সকাল ৯টায় আন্দরকিল্লা মোড় চত্বরে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা ইকবাল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী। তিনি খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু থেকে জাতীর পিতা হয়েছেন। এক কথায় বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর এ জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়েছে। জাতির পিতার সুদীর্ঘ রাজনীতির জীবনের লক্ষ্যই ছিল বাঙালী জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করা। বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের ফসল হিসেবে পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ দিনে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তিনি আরো বলেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ছিল অপরিসীম স্নেহ ও মমতা। বর্তমান সরকার শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পরিণত করতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন আহাম্মদ, মনজুর হোসেন, রতন আচার্য, আব্দুল মোনায়েম, এস.এম আলমগীর, সাইফুল আলম, নুরুল আমিন মিয়া, সিরাজুল হক, তৌহিদুল আলম, সলিল চৌধুরী, জাফর আহমদ, কাজী হেলাল উদ্দীন, কাজী সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, নওশাদ আলী খান, মোজাম্মেল হক মানিক, নাজিম উদ্দীন, শামসুল আলম, আশীষ মিত্র চৌধুরী, জাহাঙ্গীর খান, হায়দার আলী, তরুণ চৌধুরী, রুমকী সেন গুপ্তা, অতিসী রাণী দাশ, রণি ধর, তপতী সরকার, সাধন দাশ, সঞ্চয় মহাজন, তৌহিদুল ইসলাম, মো. ইসহাক, ইকরাম হাসান, ইমরান ইমু, মো. মামুন। সভা শেষে বঙ্গবন্ধুর ১০০তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন ও আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Discussion about this post