এটা মোটামুটি সবারই জানা। সর্বশেষ ‘হিরো’ ছবির ‘ম্যায় তেরা হিরো’ গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়ান তিনি।
তবে এখানেই শেষ নয়, এবার সঙ্গীতে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। তার অভিনীত অ্যাকশন ছবি ‘রেস থ্রি’তে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ৫২ বছর বয়সী সালমান খান।
জানা গেছে, ছবিটির একটি রোমান্টিক গান লিখছেন সালমান। গানটির সংগীতায়োজন করবেন বিশাল মিশ্র। আর গানটির দৃশ্যায়নের কোরিওগ্রাফি করবেন ছবির পরিচালক রেমো ডি-সুজা। খুব শিগগিরই দুবাইতে গানটির দৃশ্যধারণ করার কথা।
‘রেস থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেউজি শাহ, শাকিব সেলিম প্রমুখ।
গত বছরের শেষের দিকে মুম্বই, ব্যাংকক ও দুবাইতে ছবিটির শুটিং হয়। চলতি বছর ঈদে ‘রেস থ্রি’ মুক্তির কথা রয়েছে।্,
Discussion about this post